নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ১৭ মাস পরে ফুড প্লাজা খুলল হাওড়া স্টেশনে। বিমানবন্দরের ধাঁচেই এই ফুড লাউঞ্জ তৈরি হয়েছে বলে জানে গিয়েছে। এই নতুন চেহারার সংস্কার করা ফুড প্লাজাটি ৩,১২২ বর্গফুটের উপর নির্মিত। হাওড়া স্টেশনের নিচতলায় পুরনো কমপ্লেক্সের একপাশে মেজানাইন ফ্লোরিং-সহ যাত্রীরা উচ্চ মানের খাবার উপভোগ করতে পারবেন। এই ফুড প্লাজায় কেমিক্যাল ছাড়া খাবার তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়া সংস্থা।সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভস্টক ইউনিয়ন লিমিটেডের তাজা দুধ, চাল, গম, শাকসবজি থেকে খাবার তৈরি করা হবে। এ ছাড়াও এখানে চাইনিজ খাবার, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, রোলস, আইসক্রিম ইত্যাদি পাওয়া যাবে।