New Update
/anm-bengali/media/post_banners/OHly3CIoeRsPQvjXqpb5.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তৃণমূল বিধায়ক তাপস রায়? সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বিধায়ককে একাধিকবার বলতেও শোনা গিয়েছে যে 'রাজনীতিতে বয়স একটা ফ্যাক্টর, শরীর একটা ফ্যাক্টর। শরীর সঙ্গ না দিলে পড়ে থাকার কোনও মানে হয় না। সব দলেরই উচিত বয়সসীমা বেঁধে দেওয়া। নিজেকেও রেহাই দেওয়া উচিত।' এবার এই নিয়েই বিধায়ককে খোঁচা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'হতাশা থেকে বৈরাগ্য এসেছে তাপসবাবুর।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us