ভাঙা হল ভগবানপুর হাসপাতালের পুরোনো বহির্বিভাগ

author-image
Harmeet
New Update
ভাঙা হল ভগবানপুর হাসপাতালের পুরোনো বহির্বিভাগ


নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর: ভগবানপুর হাসপাতালের পুরোনো বহির্বিভাগ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ভগবানপুর শহীদ বেদীর পেছনে অবস্থিত পুরোনো ভগ্নপ্রায় বাড়িটি শেষ পর্যন্ত ভেঙে ফেলার উদ্যোগ নিল প্রশাসন। ভাঙা অংশ ফেলা হল বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন রাস্তায়। তবে, অভিযোগ উঠছে, পুরোনো পাকা বাড়ির অনেক ইট, বাড়ি ও আচ্ছাদনের কাঠামোর লোহা ও কাঠ সব নিয়ে চলে গিয়েছেন এলাকার কিছু মানুষ। যদিও এ নিয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।