কেন নিয়মিত সহবাস করা উচিত, জেনে নিন কারণ

author-image
Harmeet
New Update
কেন নিয়মিত সহবাস করা উচিত, জেনে নিন কারণ

নিজস্ব সংবাদদাতাঃ নিয়মিত সহবাসের রয়েছে একাধিক গুণাগুণ। এতে যেমন শারীরিক ক্লান্তি দূর হয়, তেমনই আসে মানসিক শান্তিও। তবে শুধু এগুলিই নয়, নিয়মিত সহবাসের রয়েছে আরও বেশ কিছু উপকারিতা। আজ তারই কয়েকটি একটু জেনে নেওয়া যাক।

  • সপ্তাহে দুদিন যৌনমিলন কমিয়ে দেয় পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
  • প্রত্যেকবার যৌনমিলনের ফলে কম করে ৮০ ক্যালোরি ক্ষয় হয়। তাই ওজন কমাতেও সাহায্য করে নিয়মিত সহবাস।
  • চিকিৎসকদের মতে, সপ্তাহে অন্তত তিনবার যৌনমিলন করলে বাহ্যিকভাবে ১০ বছর পর্যন্ত বয়স কমে যায়।
  • শারীরিক মিলনের ফলে নিঃসৃত হয় টেস্টোস্টেরন। যা হাড় মজবুত করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।
  • সহবাস পরবর্তী ঘুম আরামের হয়। যা মানুষকে তরতাজা রাখতে সাহায্য করে।