New Update
/anm-bengali/media/post_banners/psWORvOLk05VzXCIJPcv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সকাল ৮টা থেকে পাঁচকুলায় ইডি-র হানা অব্যাহত রয়েছে। পাঞ্জাব সরকারের আবগারি ও কর বিভাগের যুগ্ম কমিশনার নরেশ দুবের পাঁচকুলায় প্রায় ৭ থেকে ৮ সদস্যের একটি ইডি দল তার বাড়িতে অভিযান চালায়। উল্লেখ্য, মদ কেলেঙ্কারি নিয়ে কেজরিওয়াল সরকারকে ক্রমাগত আক্রমণ করছে বিজেপি। দিল্লির কেজরিওয়াল সরকারকে নিয়ে বিজেপির পক্ষ থেকে অনেক অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে কেজরিওয়াল সরকার নতুন মদের নীতি নিয়ে আসে। যেখানে দিল্লি সরকার দাবি করেছিল যে এই নতুন মদের নীতি কেবল সমানভাবে মদ বিতরণ করবে না বরং কম দামে সাধারণ মানুষকে ভাল মানের মদ সরবরাহ করবে। এক জায়গায় দেশি-বিদেশি মদ পাওয়া যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us