/anm-bengali/media/post_banners/R7mbdFTMPcmxrPswlqFz.jpg)
হাবিবুর রহমান, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে চলছে কঠোর লকডাউন। সোমবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে আগের মতোই কড়াকড়ি অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বসেছে চেকপোস্ট। তবে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তি যৌক্তিক কারণ দেখাতে না পারায় অনেককেই গুনতে হচ্ছে জরিমানা।
এরআগে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রোববার ঢাকায় ৫৮৭ জনকে গ্রেফতর করে পুলিশ। ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। ৫২১টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার টাকা। বাংলাদেশে র্যাকবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ২৬টি। এসব আদালত ১৮৯ জনকে এক লাখ ৬৮ হাজার ৫০ টাকা জরিমানা করেছেন।
করোনা পরিস্থিতিতে গত পহেলা জুলাই থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ সরকার। এরপর তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদের কারণে ৮ দিন লকডাউন তুলে নিয়ে আবার ২৩ জুলাই থেকে কার্যকর করা হয়। এই লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us