পাক বন্যায় লাখ লাখ মানুষ সংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছে

author-image
Harmeet
New Update
পাক বন্যায় লাখ লাখ মানুষ সংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছে

নিজস্ব প্রতিনিধি-পাকিস্তানের উদ্বেগজনক বন্যা পরিস্থিতি শত শত এবং হাজার হাজার বন্যা-দুর্গত মানুষের জন্য ক্ষুধা ও রোগের ঝুঁকি তৈরি করেছে।জুলাই-সেপ্টেম্বরের বন্যা কবলিত এলাকায় সরকারি-চালিত মেডিকেল ক্যাম্পে ৬৬০,১২০ জন বিভিন্ন অসুস্থতার কথা জানিয়েছেন।সরকারি তথ্য অনুযায়ী, বন্যায় আক্রান্ত এলাকায় চর্মরোগ ও ডায়রিয়াজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে ১৪৯,৫৫১ জন ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত এবং ১৪২,৭৩৯ জন ত্বকে সংক্রমণের রিপোর্ট করেছে।




তীব্র শ্বাসযন্ত্রের রোগের মোট ১৩২,৪৮৫টি, সন্দেহভাজন ম্যালেরিয়ার ৪৯,৪২০টি, সাপে কামড়ানোর ১০১টি এবং কুকুরে কামড়ানোর ৫৫০টি ঘটনা ঘটেছে বলে পাকিস্তানি সুত্রে খবর।সেই সঙ্গে অন্যান্য অসুস্থতার ১৮৫,২৭৪ টি কেস রয়েছে।