/anm-bengali/media/post_banners/V3WcPk7DCwpyAgX5lP8c.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ: রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী প্রশাসন।রানীগঞ্জ শহরে টোটো চালানোর বিষয়ে আজ রানীগঞ্জ বোরো 2 এর প্রশাসক পূর্ণশশী রায়ের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার আইসি অজয় ​​কুমার মন্ডল, পাঞ্জাবি মোড ফাঁড়ির ইনচার্জ সৌমেন বন্দ্যোপাধ্যায়, তাপস মন্ডল, রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সেক্রেটারি প্রমুখ। পূর্ণশশী রাই চেম্বার অফ কমার্সের কর্মকর্তাদের স্পষ্ট কথায় জানান যে, রানীগঞ্জকে যানজট মুক্ত করতে হলে লোডিং ও আনলোডিং নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ সকাল ৯ টার মধ্যেই সম্পন্ন করতে হবে। একই সাথে টোটোর চালকদের সম্পর্কে পূর্নশশী রায় বলেন, রানীগঞ্জের বাইরে টোটোকে রানীগঞ্জে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেছিলেন যে জাতীয় সড়কেও টোটোর চালানোর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়াও, যদি কোনও নাবালককে টোটো গাড়ি চালাতে দেখা যায়, তবে টোটোর মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us