নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানকে আমেরিকার ইতিহাসে দুর্ভাগ্যজনক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন তিনি। গত ৮ আগস্টে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাড়িতে অভিযান চালায় মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা- এফবিআই। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আলোচিত ঘটনার পর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উলিকিস ব্যারে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত সমাবেশে শনিবার প্রথমবার সামনে আসেন সাবেক প্রেসিডেন্ট।