খেরসন পুনরুদ্ধারের লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে?

author-image
Harmeet
New Update
খেরসন পুনরুদ্ধারের লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে?

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। সম্প্রতি এই শহরটি এবং পুরো খেরসন অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করে কিয়েভ। এই অভিযান রুশ সেনাদের চরম চাপের মধ্যে ফেলেছে বলেও দাবি তাদের। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিশেষ ফোর্সের কর্মকর্তা তারাস বেরেজোভেটস জানিয়েছেন, পাল্টা আক্রমণ চালিয়ে খেরসন শহর পুনরুদ্ধারে কয়েক মাসের মতো সময় লেগে যেতে পারে। তারাস বেরেজোভেটস বলেন, ‘আমি আমাদের আক্রমণভাগকে কার্যকর হিসেবে চিহ্নিত করবো। আমাদের সশস্ত্র বাহিনী প্রথমে আমাদের সেনাদের জীবন এবং আমাদের বেসামরিক নাগরিকদের জীবন নিয়ে চিন্তা করে। কোনও গুরুতর ঝুঁকি থাকলে আমরা আর সামনে অগ্রসর হচ্ছি না।’