নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ১০০ ফুট উঁচু জলের ট্যাঙ্ক। সেই টঙে বসে সকলকে একেবারে ঘোল খাইয়ে ছাড়লেন এক যুবক। রবিবার হাওড়া স্টেশনের কাছে একটি জলের ট্যাঙ্কে উঠে পড়েন এক যুবক। প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় উদ্ধার করা হয় তাঁকে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় রেল মিউজিয়ামের কাছে ১০০ ফুট উঁচু একটি জলের ট্যাঙ্ক রয়েছে। এদিন বিকেলে সিঁড়ি বেয়ে তার মাথায় উঠে পড়েন এক যুবক। স্থানীয়দের বহু আবেদনেও সাড়া দেননি তিনি। এরপরই খবর যায় থানায়। গোলাবাড়ি থানার পুলিশ এসে হাজির হয়। পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেওয়া হয় দমকলে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও হাজির হন। আসে রেল পুলিশও। প্রায় চার পাঁচ ঘণ্টার চেষ্টায়, রীতিমত নাকানিচোবানি খেয়ে অবশেষে সফল হন বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে, ওই ব্যক্তিকে নামিয়ে আনে দমকল।