New Update
/anm-bengali/media/post_banners/vLwu2OVNaMbNTGoAmPb0.jpg)
সুমিত ঘোষ, মালদা: মালদার গাজোলের ঘাকশোল এলাকায় মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় ২ কোটি টাকা। চলছে এখনো টাকা গণনা। দুটি মেশিন নিয়ে আসা হয়েছে। জানা গেছে ওই ব্যবসায়ীর নাম জয়প্রকাশ সাহা। তার শ্যালক মাদক কারবারি ব্যবসার সাথে যুক্ত। বালুরঘাট জেলে রয়েছে বর্তমানে সে। সিআইডির অনুমান জামাইবাবুর কাছে সেই টাকা রাখা হতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us