New Update
/anm-bengali/media/post_banners/mfolEmJdnnkFmuy6ttDB.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার হালিশহরের একাধিক জায়গায় হানা দিল সিবিআই। চিটফান্ডকাণ্ডে নয়া মোড়, বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে গেল সিবিআই। এদিন বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
শুধু তাই নয়, তল্লাশি চলছে মঙ্গলদীপের বিধায়কের অফিসেও। সিবিআই-এর নজরে সুবোধের ভাই কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর কমল অধিকারীও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us