/anm-bengali/media/post_banners/gE0lVaSDigS1hAKAkeJw.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত 'মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব - সুস্থ কৈশোর অভিযান ৩.০' এর আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।এরমধ্যে ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ডিগ্রি, কারিগরি, পলিটেকনিক, ভোকেশনাল, আইটিআই সহ বিভিন্ন কলেজে ছেলেমেয়েদের বিভিন্ন ঔষধ খাওয়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা।
৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়াবেন ও বিভিন্ন ঔষধ বিতরণ করবেন বলেও জানান তিনি।"রাজ্যের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দিতে নিরন্তর কাজ করে চলেছে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর। শিশু ও কিশোর বয়সের ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং যত্নবান হতে হবে। স্বাস্থ্য ঠিক থাকলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সেই সঙ্গে তামাক জাতীয় দ্রব্য থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।" বলে জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us