New Update
/anm-bengali/media/post_banners/Ks9v3neSPqeZw7BkP6rx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসামে চললো দখল বিরোধী অভিযান। আসামের সোনিতপুর জেলায় প্রশাসনের তরফে দখল বিরোধী অভিযান চালানো হয়েছে। তবে জনগণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
দখল বিরোধী অভিযান চালানোর জন্য ১৫০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইজিপি পিকে ভূঁইয়া বলেন, "আমরা আশা করি পরবর্তী পর্যায়েও জনগণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us