অস্ত্র নয় শিক্ষার ওপর গুরুত্ব দিলেন বাইডেন

author-image
Harmeet
New Update
অস্ত্র নয় শিক্ষার ওপর গুরুত্ব দিলেন বাইডেন



নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার অস্ত্র আইন নিয়ে কাজ করে চলেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। আমেরিকার বিভিন্ন অংশে ঘটে যাওয়া একের পর এক গুলিকাণ্ডে আমেরিকায় অস্ত্র বহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার জন্য পূর্বেই বার্তা দিয়েছেন বাইডেন। 

With former VP Joe Biden, students get fired up to vote in midterm  elections | Penn Today

এবার তিনি অস্ত্রর পরিবর্তে শিক্ষায় গুরুত্ব আরোপের বিষয়ে বার্তা দিলেন। তিনি বলেন, "এখন সময় এসেছে আমাদের হামলার অস্ত্র নিষিদ্ধ করার। যাতে আমাদের বাচ্চারা অস্ত্রের জ্ঞান শেখার পরিবর্তে স্কুলে পড়তে এবং লিখতে শেখে"।

Joe Biden surprises students at Sloopy's to campaign for Richard Cordray