নিজস্ব সংবাদদাতা: ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য হং কংয়ের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল পাকিস্তানের। ঠিক সেই কাজটাই দাপুটে মেজাজে করে দেখাল বাবর আজমের দল। ১৫৫ রানের বিরাট ব্যবধানে হং কংকে হারাল পাকিস্তান। শেষ দল হিসাবে সুপার ফোরেও জায়গা পাকা করে নিল তারা। এই জয়ের সুবাদে রবিবার ভারতের বিরুদ্ধে ফের মাঠে নামবে পাকিস্তান।