​নিজস্ব সংবাদদাতা : ওকসানার এই দীর্ঘ অলিম্পিক যাত্রা অনেকটা ভারতের লিয়েন্ডার পেজের মতো। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিক থেকে শুরু হয়েছিল যা। ৪৫ বছরে অবসর নিলেন উজবেকিস্তানের জিমন্যাস্ট ওকসানা চুসোতভিতিনা। ফাইনালে ওঠা হল না তাঁর। চোখে জলে ওকসানাকে বিদায় জানাল বিশ্ব ক্রীড়ামহল।