নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি জানেন যে কোন পুজো কমিটি এ বছর কি কি থিম করছে? তাহলে আপনাকে চোখ রাখতে হবে প্রতিবেদনটিতে। আপনি কি জানেন যে এ বছর নলিন সরকার স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসবের থিম সম্পর্কে?
ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় যে এবারে তাঁদের থিম হল 'গর্ভধারিণী'। আর এবারে এই থিম শিল্পীর নাম মানস দাস।। প্রতিমা শিল্পী সুব্রত মৃধা। পুজোর বাজেট হয়েছে ২০ লক্ষ টাকা।