নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই চলে আসবে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। সেজে উঠেছে শহর, শহরের অলিগলি। পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের একাধিক নামী ক্লাব। জোর কদমে চলছে মন্ডপ তৈরির কাজ।
নলিন সরকার স্ট্রীটের এবারের থিম 'গর্ভধারিণী'। নারীদের জীবনের কথা তুলে ধরাই ক্লাবের লক্ষ্য। ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়ে যে, এবার তাদের পুজোর বাজেট প্রায় ২০ লক্ষ টাকা।