এই বছর নলিন সরকার স্ট্রীটের থিম কি জানেন?

author-image
Harmeet
New Update
এই বছর নলিন সরকার স্ট্রীটের থিম কি জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুদিন পরই দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। আর কলকাতার পুজো বলতে উদ্ভাবন। আপনি কি জানেন যে এ বছর নলিন সরকার স্ট্রীটের থিম কী? 


ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এবারে তাঁদের থিম 'গর্ভধারিণী।' ক্লাবের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের নারীদের জীবনের কথা তুলে ধরবে এবারের থিম।