লণ্ডভণ্ড পোস্ট অফিস, আতঙ্কিত কর্মীরা

author-image
Harmeet
New Update
লণ্ডভণ্ড পোস্ট অফিস, আতঙ্কিত কর্মীরা

হরি ঘোষ, দুর্গাপুরঃ পোস্ট অফিসের ভেতর ঢুকে চুরির চেষ্টা ও পোস্ট অফিসের লোপাটের চেষ্টার অভিযোগ। চাঞ্চল্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ভিকনগর পোস্ট অফিসে। বুধবার সকালে পোস্ট অফিসের কর্মীরা কাজে এসে দেখতে পান জানালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকতেই দেখেন সমস্ত কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। পোস্ট অফিসের লকার ভাঙার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট-এর অভিযোগ, এর আগেও দুষ্কৃতীরা একবার ঢুকেছিল এবং চুরির চেষ্টা করেছিল। আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে।