নিজস্ব সংবাদদাতা: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের এক কিশোর। বাড়ি পায়রাডাঙ্গার নেহাতপুরে। জানা যায় মঙ্গলবার বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে। বেশ কিছুক্ষণ স্নান করার পরেই সাগর বিশ্বাস এবং আরও এক কিশোর গঙ্গায় তলিয়ে যেতে থাকে। সেই সময় এক যুবক একজনকে বাঁচাতে পারলেও সাগর বিশ্বাসকে উদ্ধার করতে পারেনি।স্থানীয় লোকজন ও বাড়ির লোকেরা মিলেই খবর দেন থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, গঙ্গায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও ওই কিশোরের খোঁজ না মেলায় এদিন নামানো হয় গঙ্গায় ডুবুরি। তবে ডুবুরি নামালেও এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি তলিয়ে যাওয়া কিশোরের বলে জানা যায়। স্বাভাবিকভাবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।