নেই বৃষ্টি, ফের তাপপ্রবাহ শুরু দেশে

author-image
Harmeet
New Update
নেই বৃষ্টি, ফের তাপপ্রবাহ শুরু দেশে

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে ঢাকাসহ ৭টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টিপাত কমে যাওয়ায় বেড়েছে তাপমাত্রা। ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশালে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

 



বাংলাদেশে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।