​নিজস্ব সংবাদদাতাঃ অনেকেরই হাত অত্যন্ত খরচের। সব সময় খরচ করার প্রবণতা অনেকেরই থাকে। এমন অবস্থায় হাত শূন্য হয়ে যায় অনেকের। দেখা যায়, টাকা আয় করলেও তা থাকছে না। এমন অবস্থায় মানিব্যাগে যদি রসুনের কলি রেখে দেওয়া যায়, তাহলেই কল্লাফতে! টাকার ব্যাগে রসুনের কলি রাখলে অর্থাভাবো ঘুচে যায় , বলেই দাবি বিভিন্ন জ্যোতিষ মতের।