New Update
/anm-bengali/media/post_banners/qKRMLqFYlMvkNYExEGLG.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ জামতলা থেকে আঙ্গুলা, রাউতা, নলডিহি, গনাডিহা, মুক্তিকেন্দ্র হয়ে বিশ্বনাথপুর যাওয়ার রাস্তায় চাতাল ৬-৭ টা আছে। তার মধ্যে গনাডিহা থেকে মুক্তিকেন্দ্র ঢোকার চাতালটি বেশ বিপজ্জনক।
এর কারণ জলের নীচে গর্ত আর পাথরে ভরা। বাইক নিয়ে এই রাস্তায় যেতে রীতিমতো বেগ পেতে হয় সাধারণ মানুষকে। এর অবস্থান কেশপুরের ১৪ আর ১৫ নং অঞ্চলে।
​
কিন্ত সাধারণ মানুষের অভ্যাস হয়ে গিয়েছে এই রাস্তায় জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে করতে। প্রশাসন নির্বিকার বলে অভিযোগ। কিছু দিন হল রাস্তার কাজ হয়েছে। কিন্তু এই ছবি যেমন ছিল তেমনই রইল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us