New Update
/anm-bengali/media/post_banners/JFTGApxpT7PBC9jTJS26.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস শিবিরে ধস অব্যাহত। গুলাম নবী আজাদের সমর্থনে আরো একাধিক দলীয় নেতা ছাড়লেন। জানা গিয়েছে, গুলাম নবী আজাদের সমর্থনে প্রাক্তন ডেপুটি সিএম তারা চাঁদ সহ ৬৪ জন জম্মু ও কাশ্মীর কংগ্রেস নেতা দল থেকে পদত্যাগ করেছেন। ​
জানা গিয়েছে, সব নেতাই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে যৌথ ইস্তফাপত্র জমা দিয়েছেন। তারা চাঁদ, আব্দুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘারু রাম এবং প্রাক্তন বিধায়ক বলওয়ান সিং এমন কিছু নাম রয়েছে যারা আজাদের সমর্থনে আজ তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। কংগ্রেস নেতা বলওয়ান সিং বলেছেন, "আজাদের সমর্থনে আমরা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে একটি যৌথ পদত্যাগপত্র জমা দিয়েছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us