New Update
/anm-bengali/media/post_banners/4jSZF7byiJYpNqKEekvy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সেরা ম্যাচের তকমা দেওয়া হয়। ২০১৪ সালে ২১ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটি। লেস্টার ৫-৩ গোলে জিতেছিল। যদিও ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড।
🦊 Leicester 5-3 Man Utd 🔴
One of the great all-time #PL matches! pic.twitter.com/tUpksWitCk— Premier League (@premierleague) August 29, 2022
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেছিলেন রবিন ভ্যান পার্সি, ডি মারিয়া ও আন্দ্রে হারেরা। লেস্টারের হয়ে জোড়া গোল করেছিলেন লিওনার্দো উল্লোয়া, ডেভিড ন্যজেন্ট, ক্যাম্বিয়াসো এবং জ্যামি ভার্দি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us