সিজর কিকে অনবদ্য গোল, দেখে নিন ভিডিও

author-image
Harmeet
New Update
সিজর কিকে অনবদ্য গোল, দেখে নিন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ আরও একটা অনবদ্য গোল দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। ব্রেন্টফোর্ডের হয়ে সিজর কিকে হয়েছিল গোল। গোদোসের সেই গোলটি আবার তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 

দলগত খেলার জোরে এসেছিল এই গোল। শেষ পর্যন্ত ব্যক্তিগত মুন্সিয়ানায় এই সিজার কিক। আগামী ৩১ আগস্ট ব্রেন্টফোর্ডের ম্যাচ রয়েছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে।