New Update
/anm-bengali/media/post_banners/rujXc8DENYDP0GG4Dr2W.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে সম্পন্ন হয়েছে রাউন্ড অব ফোরের খেলা। টুর্নামেন্টের প্রতিটি দল খেলেছে চারটি করে ম্যাচ। এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের পয়লা নম্বরে রয়েছে আর্সেনাল। চারটের মধ্যে চারটিতেই জিতেছে তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। দুটি দলই পেয়েছে দশ পয়েন্ট করে। চতুর্থ স্থানে থাকা ব্রাইটনের নামের পাশেও দশ পয়েন্ট।
Happy with how your team’s started the season? pic.twitter.com/J0kZNZtwdt
— Premier League (@premierleague) August 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us