নিজস্ব সংবাদদাতাঃ লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ৫ উইকেট খুইয়ে ১৬৪ রান তুলল ভারত। অর্ধশতরান করলেন মুম্বইকর ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। অধিনায়ক শিখর করলেন ৪৬ রান। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ২০ রানের ইনিংস খেললেন ঈশান কিষন। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিলেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরা। একটি উইকেট নিলেন চামিকা করুণারত্নে।