অ্যান্ডি কোলের সঙ্গে একাসনে হ্যারি কেন

author-image
Harmeet
New Update
অ্যান্ডি কোলের সঙ্গে একাসনে হ্যারি কেন

নিজস্ব সংবাদদাতাঃ অ্যান্ডি কোলের সঙ্গে একাসনে চলে এলেন হ্যারি কেন। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ দলদাতা টটেনহ্যামের এই তারকা ফুটবলার। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে বেশি গল দেওয়ার নজির রয়েছে অ্যালান সিয়েরারে। 

২৬০ টি গল করেছিলেন তিনি। তাঁর পরে রয়েছেন ওয়েন রুনি। ২০৮ টি গোল রয়েছে তাঁর নামের পাশে। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন কোল এবং হ্যারি কেন। দুজনেই ১৮৭ টি করে গোল করেছেন। শীঘ্রই কোলকে হ্যারি ছাপিয়ে যাবেন বলে আশা করা যায়।