'মোদি তো অজুহাত, G23 চিঠি লেখার পর থেকেই তাদের আমার সাথে সমস্যা ছিল': গুলাম নবী আজাদ

author-image
Harmeet
New Update
'মোদি তো অজুহাত, G23 চিঠি লেখার পর থেকেই তাদের আমার সাথে সমস্যা ছিল': গুলাম নবী আজাদ

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন গুলাম নবী আজাদ। তিনি বলেন, তাকে তার ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রাক্তন কংগ্রেস নেতা যখন রাজ্যসভার সদস্য হিসাবে অবসর নিয়েছিলেন তখন ২০২১ সালের প্রথম দিকে সংসদে প্রধানমন্ত্রী মোদির বক্তৃতা নিয়ে আলোচনার কথা উল্লেখ করে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি G23 গোষ্ঠীতে যোগদানের পর থেকে কংগ্রেস পার্টির তার সাথে সমস্যা রয়েছে।