New Update
/anm-bengali/media/post_banners/Ge77x7iFqH8wMsvB6NiS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এদিন বাজার সবার জন্য খোলার আগেই নিফটি ২.১১ শতাংশ কমে ১৭১৮৮.৬৫ পয়েন্টে নেমে আসে। একই হাল হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের। যেখানে সেনসেক্স ২.৪৯ শতাংশ কমে ৫৭,৩৬৭.৪৭ পয়েন্ট নেমে আসে। যার পরই বাড়তে থাকে বাজারে।
যদিও বাজার সবার জন্য খোলার পরই কিছুটা সামাল দেয় বুলসরা। যদিও তাদের ওপর বেয়ারসদের চাপ বাড়তেই থাকে। সকাল দশটার আগেই নিফটি ও সেনসক্স প্রায় ২ শতাংশের কাছে পড়ে যায়। মনে করা হচ্ছে বাজার কিছুটা উঠলেও শেষের দিকে এই ধস বজায় থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us