নিজস্ব সংবাদদাতাঃ পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলল ভারত। আর তার পরের বলেই আউট হয়ে গেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকা সঞ্জু স্যামসন। ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব এবং অধিনায়ক শিখর ধাওয়ান। সূর্যের স্কোর ৫, শিখর ব্যাট করছেন ২৫ রানে। তবে নিজের অভিষেক ম্যাচে ভালো পারফর্ম করতে পারলেন না পৃথ্বী শ। ০ রানে দুষ্মন্ত চামিরার প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।