টটেনহ্যাম ম্যাচের আগে সই করাল নট্টিংহ্যাম

author-image
Harmeet
New Update
টটেনহ্যাম ম্যাচের আগে সই করাল নট্টিংহ্যাম

নিজস্ব সংবাদদাতাঃ নট্টিংহ্যাম ফরেস্ট রেনান লোদির সই সম্পন্ন করেছে। টটেনহ্যাম হটস্পার ম্যাচ নামার আগে জানা গিয়েছে দলের এই সই করানোর খবর। সিটি গ্রাউন্ডে তাঁকে দ্রুত দর্শকদের সামনে নিয়ে আসা হবে বলে মনে করা হবে। রেনান ব্রাজিলের ফুটবলার। ইতিমধ্যে সে ইংল্যান্ডে পৌছেছেন বলে জানা গিয়েছে। লোনে এসেছেন নট্টিংহ্যাম ফরেস্টে।