হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর রোগী উন্নয়ন কল্যাণ সমিতির আহ্বানে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিবেশকে আরও বেশি সুন্দর ও স্বচ্ছ করে তুলতে স্বেচ্ছায় শ্রমদান কর্মসূচি চালু হয়েছে পূর্বেই। রবিবার তারই অঙ্গ স্বরূপ দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের নিউটন ইয়ং কর্ণার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় শ্রমদান কর্মসূচি পালিত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে ।
ক্লাব সদস্যরা জানান, সদস্যরা এদিন স্বেচ্ছাসেবক হিসেবে হাসপাতাল চত্বর পরিষ্কার করার মাধ্যমে স্বেচ্ছায় শ্রমদান কর্মসূচি পালন করে । এছাড়া প্রতি বছর তারা বিভিন্ন সমাজ গঠনমূলক কাজে লিপ্ত থাকেন বলেও জানান সদস্যরা ।