হিমাচলে টয় ট্রেন বেলাইন, বিঘ্ন পরিষেবা

author-image
Harmeet
New Update
হিমাচলে টয় ট্রেন বেলাইন, বিঘ্ন পরিষেবা



নিজস্ব সংবাদদাতাঃ
এবার হিমাচল প্রদেশে বেলাইন হয়ে গেল টয় ট্রেন। সিমলা রেলওয়ে স্টেশনের আধিকারিক জোগিন্দর সিং জানিয়েছেন, 'আজ সকাল ১১টা নাগাদ কালকা-সিমলা রেললাইনে তারা-দেবীর কাছে রেলগাড়ি লাইনচ্যুত হওয়ার পর দুটি ট্রেন বাতিল করা হয়েছে। সব যাত্রী নিরাপদে আছেন, বর্তমানে চলাচলের জন্য ট্র্যাকটি বন্ধ রয়েছে। পুনর্নির্মাণের কাজ চলছে।'