New Update
/anm-bengali/media/post_banners/GGeYsa7ZsZMpbj7dNuIM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ওয়েস্ট হ্যামের ম্যাচ। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রম তালিকার একেবারে শেষে রয়েছে ওয়েস্ট হ্যাম। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ তারা খেলেছে। তিনটিতেই হেরেছে।
🆚 Aston Villa
⏰ 2pm (BST)
🏟 Villa Park#AVLWHU | @Acronis— West Ham United (@WestHam) August 28, 2022
চলতি প্রিমিয়ার লিগে প্রথম জয়ের সন্ধানে রয়েছে তারা। অন্য দিকে ভিলা রয়েছে পনেরো নম্বর স্থানে। একটি ম্যাচে জয় পেয়েছে, দুটি হেরেছে। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে শেষ চারটি ম্যাচেই জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম।
⚒️ @WestHam have won their last four #PL matches against Aston Villa
Will they make it five in #AVLWHU? 🤔 pic.twitter.com/Dw9dooJuXy— Premier League (@premierleague) August 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us