New Update
/anm-bengali/media/post_banners/N4tQf4AXEzowonLNAFTk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টটেনহ্যামের বিরুদ্ধে নামতে চলেছে নট্টিংহ্যাম ফরেস্ট। আজ, রবিবার সন্ধ্যা ৯টা থেকে শুরু হবে ম্যাচ। খাতায় কলমে ফরেস্টের থেকে অনেকটা এগিয়ে রয়েছে টটেনহ্যাম।
কিন্তু দুই দলের মাঠের লড়াইয়ে নট্টিংহ্যাম ফরেস্টের নামের পাশে রয়েছে অনন্য এক রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে একটি তথ্য। জানা গিয়েছে, দুই দলের দ্বৈরথে শেষ নয়টি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে টটেনহ্যামকে হারিয়েছে নট্টিংহ্যাম ফরেস্ট।
🌳 Nottingham Forest have won six of their last nine #PL matches against Spurs 👀@NFFC | #NFOTOTpic.twitter.com/7lSKBizjw0
— Premier League (@premierleague) August 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us