নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। ৪ আগস্ট থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে তাঁকে। সেজন্য চলছে জোরকদমে প্রস্তুতিও। তবে তার মাঝেই কিছুটা ফাঁকা সময় পেয়ে স্ত্রী এবং কন্যার সঙ্গে একটু ঘুরতে বেড়িয়ে পড়লেন বিরাটের ডেপুটি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের সেকথা জানালেন রাহানে নিজেই।