New Update
/anm-bengali/media/post_banners/y5oeFwHFS7DhU3FrE20y.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ সবংয়ে তৃণমূল ছেড়ে জেলা সভাপতির হাত ধরে বিজেপিতে যোগদান। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের পশ্চিম মন্ডলের কৃষ্ণপলাশীতে দল বদল। বিজেপির একটি কর্মসুচীতে বেশ কিছু তৃণমূল সমর্থিত পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেয় পরিবারগুলি। সঙ্গে উপস্থিত ছিলেন সবং পশ্চিম মন্ডলের সভাপতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us