আক্রান্ত বাম নেতা

author-image
Harmeet
New Update
আক্রান্ত বাম নেতা

নিজস্ব প্রতিনিধি -সিপিআইএমের একটি সভায় যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পথে ত্রিপুরার আমতলি পিএসের কাছে বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন আগরতলা পুর নিগমের প্রাক্তন মেয়র-ইন-কাউন্সিল সদস্য তথা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সহ-সম্পাদক বিপদবন্ধু ঋষি দাস। 





তাকে তৎক্ষণাৎ আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি প্রায় ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, দুর্বৃত্তরা তাকে শুধু মারধোরই করেনি,তার মোবাইল ফোন, ২টি এটিএম কার্ড ছিনিয়ে নেয় এবং তার বাইকও ভাঙচুর করে।