পেগাসাস ইস্যুতে রাজ্যকে আক্রমণ বামেদের

author-image
Harmeet
New Update
পেগাসাস ইস্যুতে রাজ্যকে আক্রমণ বামেদের

নিজস্ব সংবাদদাতাঃ পেগাসাস ইস্যুতে এবার রাজ্য সরকারকে বিঁধলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিউরিতে এক দলীয় সভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ তোলেন, 'পেগাসাসব্যবহার না করেও পুলিশ দিয়ে নজরদারি চালায় রাজ্য সরকার। ওই ঘটনায় ওদের কারও নাম শুনিনি। আমরা পেগাসাস-এর বিরুদ্ধে। রাজ্যের সরকারও নজরদারি করে। পেগাসাস দিয়ে করে না। বাকি দিয়ে করে। পুলিশ প্রশাসন দিয়ে করে।'