​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছে জার্মানি। এই উদ্যোগের মাধ্যমে ওই দেশের সরকার আরও পরিবেশবান্ধব ভ্রমণের সুযোগ সুবিধা বাড়াচ্ছে।
ব্রেমারভোর্দে, লোয়ার স্যাক্সনির রুটটি শুধুমাত্র ১৪ টি কোরাডিয়া আইলিন্ট ট্রেন দ্বারা পরিবেশিত হবে, যা জ্বালানী-সেল প্রপালশন প্রযুক্তি দ্বারা চালিত হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে রেলওয়ের মালিকদের মধ্যে ৯৩ মিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।