New Update
/anm-bengali/media/post_banners/sWCz3BwvHp3jXm10eOXf.jpg)
নিজস্ব প্রতিনিধি-বৃহস্পতিবার মুম্বাইয়ে প্রয়াত হলেন বলিউড চলচ্চিত্র নির্মাতা সাওয়ান কুমার টাক।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর ভাগ্নে নবীন, যিনি একজন পাঞ্জাবি ছবির প্রযোজক,
তিনি জানান 'সাওয়ান জি আজ বিকেল ৪টা ১৫ মিনিটে হার্ট অ্যাটাক করেন।মাল্টিপল অর্গান ফেইলিউর হয়ে প্রয়াত হন তিনি।আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।সলমন খান, টুইটারে শোক প্রকাশ করেছেন এবং লিখেছেন, 'আপনি শান্তিতে থাকুন আমার প্রিয় সাওয়ান জি।সবসময় আপনাকে ভালবাসি এবং সম্মান করি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us