নিজস্ব সংবাদদাতা: ২ ঘণ্টা আগে একটি বড় পোস্ট আচমকা ভেসে উঠল অনির্বাণ ভট্টাচার্যর ফেসবুকের পাতায়। যদিও নীল দাগ দেওয়া অভিনেতার ‘ভেরিফায়েড’ পাতা থেকেই লেখাটি এসেছে, কিন্তু এই লেখাটা আসেনি অভিনেতার তরফ থেকে। পোস্টটি করেছেন তিনি, যিনি ২০১৮ থেকে এখনও পর্যন্ত অনির্বাণের ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ তাঁর যাবতীয় সোশ্যাল প্ল্যাটফর্ম দেখেন। ২০১৮ সাল থেকে অনির্বাণ ভট্টাচার্যর নেটমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট দেখেন শ্রেয়া মিত্র।। তিনি বলেন, “হ্যাঁ, অনির্বাণদার পাতায় আমিই এই লেখা পোস্ট করেছি। আর না পেরে বাধ্য হয়েছি এই পোস্টটি করতে। শেষ ছ’মাস ধরে চেষ্টা করেও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমাকে এখন ব্লক করে দিয়েছেন উনি। ‘এসভিএফ ব্র্যান্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই এমনটা শুরু হয়। ওঁরাই আমাকে হুকুম করত, এটা পোস্ট করতে হবে, ওটা পোস্ট করতে হবে।” শুধু তাই নয়, এ প্রসঙ্গে শ্রেয়া আরও বলেন, “অনির্বাণদাকে যোগাযোগ করতে বলেছিলাম। শেষে ১৫ অগস্ট আমাদের অজান্তেই দাদার ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়।” এসভিএফ ব্র্যান্ডস হ্যাক করে এই পোস্ট করেছে, এমনটাই ইঙ্গিত শ্রেয়ার।