নিজস্ব সংবাদদাতাঃ টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন ভারতের তারকা টেনিস প্লেয়ার মনিকা বাত্রা। ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কাকে ৪-৩ ফলে হারালেন তিনি। ম্যাচের প্রথম দুটি সেট হেরেও অসাধারণ প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন মনিকা।
ম্যাচের সম্পূর্ণ ফলাফল- ৪-১১, ৪-১১, ১১-৭, ১২-১০, ৮-১১, ১১-৫, ১১-৭।