​নিজস্ব সংবাদদাতাঃ মানবজাতির বিভিন্ন উদ্ভট শখের নমুনা আজকাল সোশ্যাল মিডিয়ায় হামেশাই নজরে আসে। সম্প্রতি নরওয়ের জঙ্গলে এমনই এক ঘটনার প্রমাণ দিয়েছেন এক ব্যক্তি। সাধ করে উটপাখির ডিম রান্না করেছেন তিনি। আর সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ‘Fire Kitchen’ নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। বলা হয়, উটপাখির একটি ডিম নাকি ২৪টি মুরগির ডিমের সমান। ইউটিউবের ভিডিয়োতে দেখা গিয়েছে, সুবিশাল উটপাখির ডিম ভাঙার জন্য বেশ বড় সাইজের একটা ছুরি ব্যবহার করেছেন ওই ব্যক্তি। তারপর বেশ ভারী একটা প্যানের মধ্যে ডিম ফাটিয়ে রেখেছেন তিনি। যেমনটা ডিমের অমলেট বানানোর সময় করা হয়। ডিম ভেঙে প্যানের মধ্যে কুসুম ঢেলে তার মধ্যে মশলাও যোগ করেছেন রাঁধুনি। উটপাখির ডিমের অমলেটের সঙ্গে খাওয়ার জন্য আবার কয়েক টুকরো পাউরুটিও সেঁকে নিয়েছেন ওই ব্যক্তি।