ইচ্ছাকৃতভাবে অভিযানের গতি ধীর করা হয়েছে: রাশিয়া

author-image
Harmeet
New Update
ইচ্ছাকৃতভাবে অভিযানের গতি ধীর করা হয়েছে: রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযানের গতি ইচ্ছাকৃতভাবে ধীর করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এমন দাবি করেছেন। তার দাবি, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন। উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। সের্গেই ল্যাভরভ বলেন, "বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এড়াতে সবকিছু করা হচ্ছে। এতে করে হামলার গতি কমে যায়। তবে মস্কো ইচ্ছাকৃতভাবেই এই পথ বেছে নিয়েছে।" 


এদিকে ইউক্রেনীয় বেসামরিক স্থাপনায় যে কোনও সময় রাশিয়া বিমান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।